গাজীপুর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত ও দখলকৃত সরকারি পুকুরগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার সকালে শহরের প্রাণকেন্দ্রের মুন্সিপাড়া পুকুর থেকে কার্যক্রমের সূচনা করেন তিনি।
উদ্যোগের মূল উদ্দেশ্য শুষ্ক মৌসুমের অনাকাঙ্ক্ষিত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের জন্য পানির উৎস নিশ্চিত করা। ডেঙ্গু ও অন্যান্য রোগের উৎপাদন রোধ। শহরের সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের জন্য উন্মুক্ত জলাশয় হিসেবে পুকুর পুনরুদ্ধার।
রনি বলেন, "পরিচ্ছন্ন শহর গড়ার স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে। আমরা শুধু শপথ নিচ্ছি না, কাজও শুরু করেছি। মুন্সিপাড়া পুকুরকে মাছের চাষযোগ্য ও স্বচ্ছ পানির পুকুর হিসেবে পুনরুদ্ধার করব।"
পরিষ্কার অভিযানে অংশ নেন পরিবেশ সচেতনতামূলক সংগঠন বিডি ক্লিনের সদস্যরা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং রনির নিজস্ব স্বেচ্ছাসেবী দল। এক্সকাভেটর ব্যবহার করে পুকুরের তলদেশ থেকে আবর্জনা, আগাছা, পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। স্বেচ্ছাসেবকরা পানিতে নেমে ভাসমান আবর্জনা পরিষ্কার করেন এবং পুকুরপাড়ে ময়লা সরিয়ে নান্দনিক পরিবেশ তৈরি করেন।
আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, বিএনপি নেতা আক্তার হোসেন, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বিডি ক্লিনের স্থানীয় সমন্বয়ক বলেন, “রাজনৈতিক নেতৃত্ব ও পরিবেশ সংগঠনের যৌথ উদ্যোগ দেশের নগর পরিষ্কার আন্দোলনে নতুন দৃষ্টান্ত তৈরি করছে। গাজীপুর থেকেই যদি এই বার্তা ছড়ায়, সারা দেশের শহরগুলো পরিচ্ছন্নতার পথে এগোবে।”
রনি বলেন, “আমি মাঠে নেমেছি কারণ নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেয়া নয়, নিজের হাতে কাজ করা। আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, অল্প সময়েই গাজীপুরকে দৃষ্টান্তমূলক পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে পারব।”

