বর্ণাঢ্য আয়োজনে ভোলায় কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক এম এ তাহের, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রত্যাশী গোলাম নবী আলমগীর। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রতিনিধি ওমর ফারুক, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ্, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা এম ওবায়েদ বিন মোস্তফা, বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সাংবাদিক শওকাত হোসেন, এম এ বারী, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট তোয়াহা সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কালবেলা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ইতোমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে কাজ করবে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল।

