logo
ads

ঐক্যবদ্ধ শক্তি দিয়ে ঠেকাবো, এবার বাল্য বিয়ে” – নাগেশ্বরীতে কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পি.এম
ঐক্যবদ্ধ শক্তি দিয়ে ঠেকাবো, এবার বাল্য বিয়ে” – নাগেশ্বরীতে কর্মশালা

ছবি: বর্তমান বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের নন্দনপুর দিমুখী উচ্চ বিদ্যালয় এ বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রদায়ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভিতরবন্দ ইউনিয়ন যুব সংগঠন এর আয়োজনে এবং চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট, এমজেএস কেএস ও প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নন্দনপুর দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা। কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচনা করেছেন বাল্যবিবাহের প্রভাব, কারণ এবং এ থেকে মুক্তির পথ।

প্রধান শিক্ষক এ কে এম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আবু তালেব, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবুল হোসেন বেপারী, এবং ৩ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্টার মোঃ মোজাম্মেল হক।

কর্মশালায় ভিতরবন্দ ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি টুম্পা রানী, সহ-সভাপতি মোঃ মাসুম কাওসার, সাধারণ সম্পাদক মোছাঃ ফেরদৌসী, কোষাধ্যক্ষ মোছাঃ শিমু আক্তার, ভিতরবন্দ মহিদের এর এফ এফ মোঃ বাদশা হোসাইন, কালিগঞ্জ মহিদেব এর এফ এফ গোবিন্দ মালালা সহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।

বক্তারা উল্লেখ করেন, বাল্যবিবাহ শিশুকন্যাদের স্বাভাবিক শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে। তাই সমগ্র কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।

প্রশিক্ষণকালে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা, নাট্য উপস্থাপনা ও আলোচনা মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব বোঝে।

ভিতরবন্দ ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি টুম্পা রানী বলেন,
“আমরা চাই এই অঞ্চলে আর কোনো শিশুকে অল্পবয়সে বিবাহের শিকার হতে না হয়। সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।”

এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতা মূলত স্থানীয় কমিউনিটি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ