logo
ads

বিএনপির ক্ষমতায় মনোহরগঞ্জ: শতভাগ শিক্ষার উজ্জ্বল স্বপ্ন

মনোহরগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এ.এম
বিএনপির ক্ষমতায় মনোহরগঞ্জ: শতভাগ শিক্ষার উজ্জ্বল স্বপ্ন

বর্তমান বাংলা

কুমিল্লার মনোহরগঞ্জের উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালের আলোয় যেন একটি আশার ঝড় উঠলো—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের জনসম্পৃক্ততায় গড়ে উঠলো এক বিশাল জনসভা। এ যেন একটি বিজয়ের ঢাক, যা ১৭ বছরের অন্ধকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিধ্বনিত হয়ে উঠলো আলোর আহ্বানে। হাজারো নেতা-কর্মী, যুবক-যুবতীর চোখে জ্বলে উঠলো স্বপ্নের আগুন, আর বাতাসে ভাসলো স্লোগান: ঐক্যবদ্ধ হয়ে গড়বো নতুন বাংলাদেশ, যেখানে শিক্ষা হবে প্রতিটি হৃদয়ের মশাল!

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আবুল কালাম—তাঁর কণ্ঠ যেন একটি তীক্ষ্ণ তলোয়ার, যা অতীতের ক্ষতকে ছিন্নভিন্ন করে ভবিষ্যতের পথ দেখালো। তিনি বললেন, গত ১৭ বছরে সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হত্যা, গুম, হামলা, মামলার নির্যাতন সহ্য করতে হয়েছে—এমনকি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারও এর থেকে রক্ষা পায়নি। তাঁর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখোমুখি করে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, কিন্তু ইনশাআল্লাহ, তিনি বীরের বেশে ফিরবেন বাংলাদেশে। বিদেশ থেকেও তিনি দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রেখেছেন, যেন এক অটুট দুর্গের মতো দাঁড়িয়ে আছে বিএনপি। এই কথায় ভিড়ের বুকে যেন এক উষ্ণ ঢেউ উঠলো, হতাশা থেকে উদ্দীপনায় রূপান্তরিত হয়ে গেল মুহূর্তটি।

আবুল কালামের কণ্ঠে ছিল আবেগের ঝড়—তিনি বললেন, এক বিশেষ দল ২২ বছরেরও বেশি সময় আমাদের সঙ্গে রাজনৈতিক জোটে ছিল, আজ তারা মসজিদ-মাদরাসায় ধর্ম ব্যবসায়ীর মতো জান্নাত বিক্রি করছে। এ যেন একটি বিশ্বাসঘাতকতার কাহিনি, যা হৃদয় ভেঙে দেয়, কিন্তু তবু ঐক্যের শক্তিতে পুনর্জন্মের আশা জাগায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের প্রশ্নে তিনি দৃঢ়কণ্ঠে বললেন, যারা ভাবছে লাইগ্যা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা ১৭ বছর ধরে দলের পাশে দাঁড়িয়ে লড়াই করেছি, কি আঙ্গুল চুষবো? এই প্রত্যয় যেন একটি বিদ্যুৎস্ফুলিঙ্গ, যা সমবেত জনতাকে জাগিয়ে তুললো। আর সেই স্বপ্নের চূড়ান্ত আহ্বান: যদি দল নমিনেশন দেয় এবং আপনাদের ভোটে ধানের শীষ প্রতীকে জয় হয়, তাহলে লাকসাম-মনোহরগঞ্জকে শতভাগ শিক্ষিত উপজেলায় পরিণত করবো—শিক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে মডেল গড়বো। এ যেন একটি উজ্জ্বল সূর্যোদয়ের প্রতিশ্রুতি, যা মনোহরগঞ্জের মাটিকে সোনায় রাঙিয়ে তুলবে, যুবকদের চোখে ফুটিয়ে দেবে অসীম সম্ভাবনার আলো।

সভার প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী, যাঁর উপস্থিতি যেন একটি অটল ভিত্তির মতো। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা, এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, আবদুল মুনাফ, গিয়াসউদ্দিন সৈকাত, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার। উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল বাচ্চু, সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ নাছির প্রমুখ। এই বিশাল মিলন যেন একটি নদীর মতো, যা সবাইকে এক করে বয়ে যায় পরিবর্তনের সমুদ্রে।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালিত হয়েছে উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন ফরাজি, যুবদল নেতা জহিরুল ইসলাম জুয়েল ও জহিরুল ইসলাম মাসুমের দক্ষতায়—তাঁদের উদ্দীপক কণ্ঠ যেন সভাকে একটি জীবন্ত উৎসবে রূপান্তরিত করলো। এই জনসভা কেবল একটি সমাবেশ নয়, এটি একটি বিপ্লবের বীজ, যা তারেক রহমানের ৩১ দফা সংস্কারের মাধ্যমে দেশকে গড়বে নতুন করে। মনোহরগঞ্জের এই মাটি থেকে ছড়িয়ে পড়ুক এই আলো, যেন প্রতিটি শিক্ষার্থীর হাতে থাকে জ্ঞানের মশাল, আর উপজেলাটি হয়ে উঠুক শতভাগ শিক্ষিতের উজ্জ্বল দ্বীপ—কারণ, বিএনপির ক্ষমতায় আসবে না শুধু পরিবর্তন, আসবে একটি স্বপ্নপূর্ণ ভবিষ্যত!

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ