নেত্রকোণার আটপাড়া উপজেলার শুমাইখালী বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার শুমাইখালী বিলে মাছ এবং মাছের প্রজনন রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্ষতিকর ২০টি অবৈধ চায়না দুয়ারী ও ২টি অবৈধ মশারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা। পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী ও মশারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান অব্যাহত থাকবে।

