জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। সকালেই তারা জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এবং দুপুর ১২টা পর্যন্ত অতিথিদের চেয়ারে বসে অবস্থান ধরে রাখেন।
শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মূল দাবি দুটি—মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং সুরক্ষা ও দায়মুক্তি আইন প্রণয়ন ও বাস্তবায়ন। তারা দাবি করেছেন, এই বিষয়গুলো অবশ্যই জুলাই সনদে অন্তর্ভুক্ত হতে হবে।
এরই মধ্যে, বাস্তবায়ন আদেশ ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোট অব ডিসেন্টসহ সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে চার বাম দল। জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা অনুষ্ঠানস্থলে যাবে, কিন্তু স্বাক্ষরের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া দেখে নেবে। বিএনপি সনদে অঙ্গীকারনামায় নোট অব ডিসেন্ট যুক্ত করার শর্তে স্বাক্ষর করবে।
জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত দুই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে ৮৪টি প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে। এর মধ্যে ৪৩টি সংবিধান সংশোধন সাপেক্ষে এবং ৪১টি অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আজ এই ভিত্তিতে সংলাপে অংশ নেওয়া দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করবেন।

