লালমনিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজের এক সহকারী অধ্যাপক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিস্তা সড়ক সেতুর নিচে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সেদিন জেলার ১১টি পয়েন্টে একযোগে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন লালমনিরহাট আদর্শ কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান (সাবু)। অনুষ্ঠান শেষে তিস্তা মন্ডলের হাট এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এসময় তাঁর সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

