logo
ads

টঙ্গীবাড়ীতে লাইসেন্স দাবি করে বালু ভরাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পি.এম
টঙ্গীবাড়ীতে লাইসেন্স দাবি করে বালু ভরাট

বর্তমান বাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা ব্রিজের উত্তরে মেইন রোডের পাশে ড্রেজার দিয়ে প্রকাশ্যে নাল জমি ভরাট করছেন স্থানীয় জিয়া সরদার। পাশের পুরা বাজার খালে বাল্কহেড রেখে দীর্ঘদিন ধরেই তিনি এ বালু ভরাট কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

লাইসেন্স আছে কি না—এমন প্রশ্নের জবাবে জিয়া সরদার দাবি করেন, “আমি লাইসেন্স নিয়ে কাজ করছি।” তবে কোথা থেকে বা কার কাছ থেকে লাইসেন্স নিয়েছেন—এ বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরুব্বি বলেন, “শুধু এই জায়গা নয়, আরও অনেক জায়গায়ই তিনি ড্রেজার দিয়ে জমি ভরাট করছেন। আগে যেখানে আলু চাষ হতো, এখন সেসব জমিও ড্রেজার দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে। ড্রেজার দিয়ে জমি ভরাট নিষিদ্ধ—এটাও আগে জানতাম না। আজই আপনাদের মাধ্যমে জানলাম।”

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বালু ভরাটের জন্য কাউকে লাইসেন্স দেওয়া হয়নি। ড্রেজারের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ