logo
ads

রাঙামাটির সড়কে অটোরিকশা খেলছে হাতি!

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পি.এম
রাঙামাটির সড়কে অটোরিকশা খেলছে হাতি!

সংগৃহীত

শুধু শিশু নয়, রাঙামাটির কাপ্তাইয়ে এবার হাতিই খেলল অটোরিকশা নিয়ে! শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শুঁড় দিয়ে অটোরিকশাকে বাঁয়ে–ডানে কাত করছে বিশাল হাতিটি, পুরোটা সময় যেন খেলার মেজাজে।

চালক সিরাজুল ইসলাম দৌড়ে প্রাণে বাঁচলেও তার অটোরিকশা চুরমার হয়ে যায়। স্থানীয়রা পরে গাড়িটি উদ্ধার করতে সহায়তা করেন।

স্থানীয় বাসিন্দা রিপন মারমা জানিয়েছেন, হাতিটি একলা, অসুস্থ, লেজের অর্ধেক কাটা এবং কানও ঠিকভাবে শোনে না। তাই মানুষ দেখলেই মাঝে মাঝে আক্রমণ করার চেষ্টা করে।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছেন, অটোরিকশার ইঞ্জিনসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের নিয়ম অনুসারে চালককে ক্ষতিপূরণের জন্য সহায়তা দেওয়া হবে।

ভিডিওতে হাতির খেলার মজার মুহূর্ত দেখলে সবাই চমকে যায়!

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ