logo
ads

দেশের বাজারে নতুন স্মার্ট ঘড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পি.এম
দেশের বাজারে নতুন স্মার্ট ঘড়ি

মুভার স্মার্ট ঘড়ি

দেশের প্রযুক্তিপণ্য বাজারে নতুন মাত্রা যোগ করছে স্মার্ট ঘড়ি। প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান মুভার সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের নতুন তিনটি স্মার্ট ঘড়ি মডেল—মুভার ক্ল্যাসিক, মুভার কার্ভ এবং জেনফিট-৭।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুভার ক্ল্যাসিক মডেলের স্মার্ট ঘড়িতে রয়েছে ১.৮৫ ইঞ্চি অ্যামোলেড পর্দা, যা ব্যবহারকারীদের তথ্য সহজে দেখার সুবিধা দেবে। ঘড়িটিতে ব্লুটুথ কলিং ও হেলথ ট্র্যাকিং সুবিধা থাকায় ব্যবহারকারীরা কল এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন। ঘড়িটির দাম নির্ধারিত হয়েছে ২,৯৯৫ টাকা এবং এতে ১৮০ দিনের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

অন্যদিকে, মুভার কার্ভ মডেলের স্মার্ট ঘড়ির পর্দার আকার ২.১ ইঞ্চি। এটি আইপি৬৭ ওয়াটারপ্রুফ প্রযুক্তির সমর্থনসহ আসছে, যা ঘড়িটিকে পানিতে ভিজে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। একবার চার্জ করলে ঘড়িটি সর্বোচ্চ ৩০ দিন ব্যবহারযোগ্য। দাম ধরা হয়েছে ৩,৩৯৫ টাকা।

সবচেয়ে নতুন মডেল জেনফিট-৭-এ রয়েছে ২.০১ ইঞ্চি এইচডি পর্দা ও অ্যালুমিনিয়াম ফ্রেম, যা ঘড়িটিকে আরও টেকসই করেছে। এছাড়াও এতে এআই অ্যাসিস্ট্যান্ট এবং কমপ্লিট হেলথ স্যুট ট্র্যাকিং সুবিধা থাকায় ব্যবহারকারীরা সহজেই হৃদস্পন্দন, ঘুমের সময় এবং শরীরের অক্সিজেন মাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন। জেনফিট-৭-এর দাম নির্ধারিত হয়েছে ২,৯৯৫ টাকা।

মুভার সংস্থার দাবি, নতুন এই স্মার্ট ঘড়িগুলো বাজারে ব্যবহারকারীদের আধুনিক প্রযুক্তির সুবিধা সহজভাবে পৌঁছে দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ