logo
ads

বিপ্লবের পথে নতুন অধ্যায়, ব্ল্যাকরক-এনভিডিয়া মাইক্রোসফটের যৌথ উদ্যোগে ৪০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পি.এম
বিপ্লবের পথে নতুন অধ্যায়, ব্ল্যাকরক-এনভিডিয়া মাইক্রোসফটের যৌথ উদ্যোগে ৪০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার চুক্তি

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অবকাঠামো নির্মাণে চলছে এক অভূতপূর্ব প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় ব্ল্যাকরক, এনভিডিয়া, এক্সএআই এবং মাইক্রোসফটের নেতৃত্বে গঠিত এক বিনিয়োগ কনসোর্টিয়াম ৪০ বিলিয়ন ডলারের বিনিময়ে Aligned Data Centers অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। এই বিশাল চুক্তিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় বিশাল ডেটা সেন্টার অবকাঠামো তৈরিতে নতুন মাইলফলক স্থাপন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিনিয়োগকারী দলটির নাম রাখা হয়েছে Artificial Intelligence Infrastructure Partnership (AIP)। এ জোটের প্রধান সদস্য হিসেবে রয়েছে বিশ্বখ্যাত সম্পদ ব্যবস্থাপনা সংস্থা BlackRock, চিপ জায়ান্ট Nvidia, প্রযুক্তি প্রতিষ্ঠান Microsoft এবং ইলন মাস্কের প্রতিষ্ঠিত xAI। AIP-এর প্রাথমিক বিনিয়োগ লক্ষ্যমাত্রা ৩০ বিলিয়ন ডলার, যা ভবিষ্যতে ঋণসহ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। এটি জোটটির প্রথম বিনিয়োগ, যা ২০২৬ সালের প্রথমার্ধে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ব্ল্যাকরকের প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক এক বিবৃতিতে বলেন, “Aligned Data Centers-এ আমাদের এই বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ চালাতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।”

কে কী বিনিয়োগ করছে AIP-এর মূল বিনিয়োগকারীদের মধ্যে কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটি ও সিঙ্গাপুরের রাষ্ট্রীয় তহবিল Temasek-ও রয়েছে।
এদিকে এনভিডিয়া ও মাইক্রোসফট উভয়ই এই উদ্যোগের প্রযুক্তি সহযোগী হিসেবে কাজ করবে—বিশেষত GPU, সার্ভার অবকাঠামো এবং ক্লাউড ইন্টিগ্রেশন সল্যুশনে।

ডালাস, টেক্সাসভিত্তিক Aligned Data Centers যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকায় ৫০টিরও বেশি ক্যাম্পাস পরিচালনা করে, যার মোট সক্ষমতা ৫ গিগাওয়াটের বেশি। সংস্থাটি মূলত “হাইপারস্কেলার” ও “নিও-ক্লাউড” সার্ভিস প্রোভাইডারদের জন্য ডেটা সেন্টার ডিজাইন, নির্মাণ ও পরিচালনা করে থাকে।
এই অধিগ্রহণের পরেও প্রতিষ্ঠানটি আগের মতোই স্বাধীনভাবে পরিচালিত হবে এবং বর্তমান সিইও অ্যান্ড্রু শ্যাপ দায়িত্বে থাকবেন।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন OpenAI সম্প্রতি AMD-র সঙ্গে ৬ গিগাওয়াট ক্ষমতার চিপ সরবরাহ চুক্তি করেছে এবং এনভিডিয়া জানিয়েছে, তারা ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে নতুন AI ডেটা সেন্টার সিস্টেমে।
এছাড়া OpenAI ইতোমধ্যেই ২৬ গিগাওয়াট পর্যন্ত কম্পিউটিং ক্ষমতা সুরক্ষিত করেছে—যা প্রায় ২ কোটি মার্কিন পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণের সমান।

বিশেষজ্ঞরা বলছেন, এই ৪০ বিলিয়ন ডলারের চুক্তি AI অবকাঠামো শিল্পে “নতুন অর্থনৈতিক বিপ্লবের” সূচনা করেছে। প্রযুক্তি খাতের প্রতিটি বড় কোম্পানি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।

সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, CNBC, দ্য ভার্জ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ