logo
ads

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো বার্তা অনুবাদের সুবিধা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পি.এম
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো বার্তা অনুবাদের সুবিধা

সংগৃহীত ছবি

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হলো নতুন বার্তা অনুবাদ করার সুবিধা। আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে এ সুবিধা পাচ্ছেন। ব্যক্তিগত চ্যাট, গ্রুপ কিংবা চ্যানেলের আপডেট বার্তায় সরাসরি অনুবাদ করা যাবে নতুন এ ফিচারের মাধ্যমে।

কোনো বার্তা অনুবাদ করতে হলে সেটির ওপর আঙুল চেপে ধরতে হবে। এরপর প্রদর্শিত মেনু থেকে ‘ট্রান্সলেট’ অপশন বেছে নিয়ে পছন্দের ভাষা নির্বাচন করলেই অনুবাদ পাওয়া যাবে।

প্রথম ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রুশ ও আরবি—মোট ছয়টি ভাষার অনুবাদ সুবিধা পাচ্ছেন। অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা শুরু থেকেই ১৯টির বেশি ভাষায় বার্তা অনুবাদ করতে পারবেন। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ফোনে চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করারও সুযোগ থাকছে।

যদিও অনুবাদ ফিচার নতুন নয়, বিভিন্ন মেসেজিং অ্যাপ আগে থেকেই এ সুবিধা চালু করেছে। প্রায় এক দশক আগে গুগলও অ্যান্ড্রয়েডে ‘ট্যাপ টু ট্রান্সলেট’ ফিচারের প্রদর্শনীতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিল। তবে বিশ্বের বৃহত্তম মেসেজিং প্ল্যাটফর্মে এ ফিচার চালু হওয়ায় ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে যোগাযোগ এখন আরও সহজ হয়ে গেল।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ধীরে ধীরে আরও নতুন ভাষা যুক্ত করা হবে অনুবাদ–সুবিধার আওতায়।

সূত্র: দ্য ভার্জ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ