logo
ads

বেলকুচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বেলকুচি প্রতিনিধি

প্রকাশকাল: ৫ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পি.এম
বেলকুচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং প্রদান, ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ অন্যান্য যৌক্তিক দাবি। এসব দাবি পূরণের দাবিতে তারা ইপিআই কার্যক্রম, আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বর্জন করেছেন।

১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মবিরতি ৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত রয়েছে। বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন এসোসিয়েশনের সদস্যরা। তারা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।

কর্মবিরতি চলাকালীন বেলকুচি হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি রাশেদুল ইসলাম শিশির ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, “আমরা ৬ দফা দাবি তুলে ধরে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। যদি দ্রুত দাবি বাস্তবায়ন না হয়, তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ