ভারতে উৎপাদিত তিনটি কফ সিরাপে প্রাণঘাতী রাসায়নিক ডাই-ইথিলিন গ্লাইকল শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সোমবার (১৩ অক্টোবর) হু এক আন্তর্জাতিক স্বাস্থ্য সতর্কবার্তা জারি করে জানিয়েছে, ভারতের স্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ (Coldrif), রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিফ্রেশ টিআর (Respifresh TR) এবং শেপ ফার্মার রিলাইফ (ReLife) সিরাপে অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে। সংস্থাটি বলছে, এসব ওষুধ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে, এমনকি শিশু মৃত্যুর কারণও হয়েছে।
হু জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দওয়ারা জেলায় পাঁচ বছরের নিচের কয়েকটি শিশু এসব কফ সিরাপ সেবনের পর মারা গেছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, সিরাপগুলোতে থাকা বিষাক্ত উপাদান কিডনি বিকল, স্নায়ু ক্ষতি এবং তীব্র বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যু ঘটাতে সক্ষম।
সংস্থাটি বিশ্বের সব দেশকে সতর্ক করেছে— যদি এসব ব্র্যান্ড কোথাও পাওয়া যায়, তবে দ্রুত হু-কে জানাতে হবে। বর্তমানে এই সিরাপের কোনো ব্যাচ ভারত থেকে বিদেশে রপ্তানি হয়নি বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ, তবে অবৈধভাবে রপ্তানির ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে সংশ্লিষ্ট তিন কোম্পানির উৎপাদন বন্ধ করে তদন্ত শুরু করেছে। ফ্যাক্টরি ও গুদাম থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সিরাপগুলোতে ব্যবহৃত রাসায়নিক উপাদান সাধারণত শিল্পক্ষেত্রে অ্যান্টিফ্রিজ ও ব্রেক ফ্লুইড তৈরিতে ব্যবহৃত হয়— যা মানুষের শরীরের জন্য মারাত্মক বিষাক্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০২৩ সালে আফ্রিকার কয়েকটি দেশেও একই ধরনের ভারতীয় কফ সিরাপের কারণে শতাধিক শিশুর মৃত্যু ঘটেছিল। তাই এবার আগেভাগেই আন্তর্জাতিক সতর্কতা জারি করা হয়েছে, যাতে অন্য কোনো দেশে এ বিপজ্জনক ওষুধ ছড়িয়ে না পড়ে।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা প্রমাণ করেছে— ওষুধ উৎপাদনে সামান্য অবহেলাও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তারা শিশু ও রোগীর জীবন রক্ষায় আন্তর্জাতিক ওষুধ নিয়ন্ত্রণব্যবস্থা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন।

