logo
ads

শিবগঞ্জে সরকারি বাসায় ফার্মাসিস্টের মৃতদেহ উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ এ.এম
শিবগঞ্জে সরকারি বাসায় ফার্মাসিস্টের মৃতদেহ উদ্ধার

ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সরকারি বাসা থেকে ফার্মাসিস্টের একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের হৃদরোগের কারণে স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা করা হচ্ছে।শিবগঞ্জ উপজেলার গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২য় তলার সরকারি বাসা থেকে রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকের (৪০) মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের বাড়ি রাজশাহী জেলার মহনপুর উপজেলার চকবিহনী এলাকায়। তিনি গত দুই বছর ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন এবং পরিবারসহ এখানেই বাস করতেন।

কেন্দ্রের আয়া লাভলী আক্তার জানান, ফার্মাসিস্ট আব্দুল মতিন পিক পরিবারসহ এই বাসায় বসবাস করতেন। কিছুদিন আগে তার স্ত্রী চাকরির সূত্রে রাজশাহী চলে যান। রবিবার সকালে অফিসে যাওয়ার সময় বাসার গেট ভিতর থেকে বন্ধ দেখেন। অনেক ডাকাডাকি করেও ভিতর থেকে কোনো সাড়া না পাওয়ায় ফোন করেন, কিন্তু রিসিভ হয়নি। পরে অফিস কর্তৃপক্ষকে জানান, যার ফলে শিবগঞ্জ থানা পুলিশ ঘটস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃতদেহটি উদ্ধার করেন।

মৃতের রান্নার সহায়ক আমিরুল ইসলাম বলেন, “মতিন ভাইয়ের দীর্ঘদিনের হার্টের সমস্যা এবং শ্বাসকষ্টের অভিযোগ ছিল। সম্ভবত রাতে এই কারণেই তার মৃত্যু হয়েছে।”

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, “ঘটনায় অজ্ঞাত মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। কোনো সন্দেহজনক অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলছে।”

স্থানীয় সূত্র জানায়, মৃতের স্ত্রী এবং স্বজনরা রাজশাহীতে খবর পেয়ে শোকাহত। স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ