logo
ads

বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ নতুন সিনিয়র স্টাফ নার্সের যোগদান

অসীম চাকমা, বিলাইছড়ি থেকে:

প্রকাশকাল: ৬ অক্টোবর ২০২৫, ১০:১০ এ.এম
বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ নতুন সিনিয়র স্টাফ নার্সের যোগদান

নিজস্ব

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ১৭ জন নতুন সিনিয়র স্টাফ নার্স। গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে তাদের পদায়ন করা হয়।

রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত নবনিযুক্ত নার্সদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সুইচিং মার্মা, স্বাস্থ্য পরিদর্শক উষাথোয়াই মার্মা, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তফাসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অফিস সূত্রে জানা যায়, মোট ১৮ জন নার্স পদায়ন করা হলেও একজন এখনও যোগদান করেননি। ফলে বর্তমানে ১৭ জন নতুন সিনিয়র স্টাফ নার্স দায়িত্ব নিয়েছেন।

বরণ অনুষ্ঠানে ডা. সুরজিত দত্ত নতুন নার্সদের উদ্দেশে বলেন, “মানবসেবাই আমাদের মূল ব্রত। রোগীর প্রতি আন্তরিকতা ও সহমর্মিতা দিয়েই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। কখনও কখনও স্টাফ সংকটের কারণে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে, তবুও মনোবল হারানো যাবে না।”

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, “নতুন নার্স যোগদানের ফলে হাসপাতালে সেবার কিছুটা গতি এসেছে, তবে বিশেষজ্ঞ চিকিৎসক, মিডওয়াইফারি ও টেকনেশিয়ান সংকট এখনো বড় চ্যালেঞ্জ। বর্তমানে মাত্র দুইজন মেডিকেল অফিসারের মাধ্যমে হাসপাতালটি পরিচালিত হচ্ছে।”

তিনি জানান, “একটি হাসপাতাল সুষ্ঠুভাবে চালাতে হার্ট, গাইনী ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার অপরিহার্য। তাছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতিও রয়েছে। এসব সমস্যা সমাধান করা গেলে বিলাইছড়ির মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।”

বিলাইছড়ির দুর্গম পার্বত্য অঞ্চলে নতুন নার্সদের যোগদান স্থানীয়দের মাঝে আশার আলো জাগালেও, বিশেষজ্ঞ ডাক্তার ও সরঞ্জাম সংকট এখনো রয়ে গেছে এই পাহাড়ি জনপদের চিকিৎসা ব্যবস্থায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ