নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তারা দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি ধর্ম অবমাননার বিরুদ্ধে পৃথক ও কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সেখানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড, স্লোগান ও ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানান।
সমাবেশে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বায়তুল হক বলেন, “ইসলাম আমাদের আবেগের জায়গা—এখানে কেউ আঘাত করলে আমরা চুপ করে থাকব না। কুরআন শরীফ বা নবীর (সা.) অবমাননা মুসলমানরা কখনো মেনে নেবে না।”
শাখা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মো. জায়েদ বলেন, “কুরআন অবমাননা করা মানেই আল্লাহ ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো। এ অপরাধের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “যেভাবে জাতির পিতার হত্যাকারীদের বিচার হয়েছে, তেমনি নবী (সা.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধেও একটি স্বতন্ত্র আইন থাকা প্রয়োজন। ইন্টারিম সরকার যদি মুসলিম জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা অনুযায়ী ব্লাসফেমি আইন প্রণয়ন করে, তবে কেউ ভবিষ্যতে এমন অপমানের দুঃসাহস দেখাবে না।”
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নামে কুরআন অবমাননার অভিযোগে একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

