আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত, হাটহাজারীর আলেম-ওলামা ও সর্বস্তরের জনসাধারণ সমর্থিত সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির শনিবার সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাটহাজারীকে সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক জেলা হিসেবে গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, “২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে গণমানুষ ও আলেম সমাজ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন। আমি আমার সাধ্যমত প্রান্তিক মানুষের পাশে থেকে মাদরাসা, মসজিদ, মন্দির ও প্যাগোডা সহ সর্বস্তরে সেবা করেছি। আগামী নির্বাচনে নির্বাচিত হলে হাটহাজারীকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও জানান, তার নির্বাচিত হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক শিক্ষা ও চিকিৎসা সুবিধা, দুর্নীতিমুক্ত প্রশাসন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ, উন্নত কৃষি ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, গৃহ নির্মাণ ও মেরামত, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা নিশ্চিতকরণসহ ১৩টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া সকল এলাকায় ইন্টারনেট ও ফ্রিল্যান্সিং সেবা পৌঁছে দেওয়া হবে।
মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, “পরিকল্পিত উন্নয়ন ও নিরাপদ সমাজ বিনির্মাণই আমার লক্ষ্য। নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত গড়ে তোলার দায়িত্ব আমার। ভোট দিয়ে আমাকে এই স্বপ্নের যাত্রার সারথি হিসেবে গ্রহণ করুন।”
মতবিনিময় অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাটহাজারীর বিভিন্ন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও আলেমরা, হাটহাজারী উপজেলা হেফাজত কমিটির নেতৃবৃন্দ এবং ছাত্র জমিয়তের নেতা-কর্মীরা।

