logo
ads

রাউজানে শারদীয় দুর্গাপূজায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করায় প্রশাসনের প্রতি পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

রাউজান প্রতিনিধি

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এ.এম
রাউজানে শারদীয় দুর্গাপূজায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করায় প্রশাসনের প্রতি পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

বর্তমান বাংলা

শারদীয় দুর্গাপূজায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় রাউজান উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উত্তর ও দক্ষিণ ইউনিটের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে পরিষদের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভূমি) জনাব অং চিং মারমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুল ইসলাম ভূঁইয়া এবং রাউজান থানা আনসার কমান্ডার নাছির উদ্দিন আহমদের সঙ্গে।

সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস প্রদান করা হয় যে, রাউজানের সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখযোগ্যভাবে, এ বছর রাউজানের ২২৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর আবহে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

এই সময়ে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক সুরঞ্জন ভট্টাচার্য, সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সহ-সাধারণ সম্পাদক টিপু দে ও হিমাদ্রি পাল ইমন।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি জে. কে. শর্ম্মা জনি, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সম্পাদক ও সদস্যবৃন্দের মধ্যে প্রিন্স চৌধুরী শুভ, পিন্টু দে, অর্পণ মহাজন, প্রণব দে (অনি), বাপ্পু বর্মন, অনিক দাশ গুপ্ত, রুবেল মজুমদার, হৃদয় চক্রবর্তী, শিমুল দে ও অপূর্ব দাশ গুপ্ত প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ