logo
ads

কন্যা রেখে টিকটকার গৃহবধূ পালায়, এলাকায় হাহাকার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৫, ০৯:১০ এ.এম
কন্যা রেখে টিকটকার গৃহবধূ পালায়, এলাকায় হাহাকার

ফাইল ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের নামাপাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঝড়ের মতো আছড়ে পড়েছে—টিকটকের রঙিন জগতের মোহে আচ্ছন্ন এক গৃহবধূ কন্যা সন্তানের কোলে ফেলে প্রেমিকের হাত ধরে উধাও হয়েছে। এই বিশ্বাসঘাতকতার আঘাতে এলাকা যেন বিষাক্ত সাপের কামড়ে কাঁপছে, চরম চাঞ্চল্যের ঢেউ ছড়িয়ে পড়েছে প্রতিটি ঘরে ঘরে।

স্থানীয় সূত্রের কথায়, সৌদি প্রবাসী আমির হোসেনের স্ত্রী বৈশাখী যেন এক অন্ধকার ছায়ার মতো নগদ অর্থ, সোনার ঝলমলে আলঙ্কারসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল হাতিয়ে নিয়ে পালিয়েছে মনোহরদী পৌরসভার ৫নং ওয়ার্ডের চক তাতারদী এলাকার মুকতার হোসেনের ছেলে সারোয়ার হোসেন মিশুর আশ্রয়ে। অভিযুক্ত এই মিশুকে মাদকের কালো জালে জড়ানো যুবক বলে অভিযোগ উঠেছে, যা এলাকার মনে যেন বিষের ফোঁটা ঢেলে দিয়েছে—প্রত্যেকের বুক কাঁপছে এই পাপের ছায়ায়।

প্রবাসী আমির হোসেনের কণ্ঠস্বর যেন ভাঙা তারের মতো কেঁপে উঠেছে জানানোয়—দীর্ঘ ১১ বছরের প্রবাস-ত্যাগের বিনিময়ে স্ত্রী বৈশাখী স্থানীয় যুবক মিশুর সঙ্গে পরকীয়ার কালো গহ্বরে ডুবে গিয়েছে। প্রবাস থেকে পাঠানো অর্থে তিনি স্ত্রীর জন্য কিনে দিয়েছিলেন স্বপ্নের উপহার—৩টি আইফোনের চকচকে আলো, স্যামসাং S২০-এর মসৃণ স্পর্শ, DSLR ক্যামেরার ক্যাপচারকৃত স্মৃতি, ল্যাপটপের ডিজিটাল জগৎ এবং R১৫ বাইকের গতির উত্তেজনা। কিন্তু সেই বাইকটি বৈশাখী প্রেমিকের হাতে তুলে দিয়ে বিক্রির জালে জড়িয়ে ফেলেছে, যেন হৃদয়ের রক্ত ঝরিয়ে দিয়েছে স্বামীর প্রতি।আরও হৃদয়ফেটে যাওয়ার মতো, মেয়ের চিকিৎসার অজুহাতে বৈশাখী একাধিকবার স্বামীর কাছ থেকে টাকা হাতিয়েছে, কিন্তু সেই অর্থ চিকিৎসার আলোয় নয়, প্রেমিকের পথে ছড়িয়ে দিয়েছে যেন বিষাক্ত ফুলের পাপড়ি। কিছুদিন আগেও একই ছলনায় ব্যাংক লোন নিয়ে আত্মসাৎ করেছে টাকা, যা পরিবারের ভবিষ্যতকে যেন অন্ধকারের গর্তে ঠেলে দিয়েছে—প্রত্যেকের চোখে অশ্রুর ধারা, বুকে জ্বলন্ত ক্ষোভ।

চলতি বছরের জুন মাসে ৬ মাসের ভিসায় সৌদিতে স্বামীর কাছে গিয়ে দুই মাসের স্নেহের ছোঁয়ায় মন ভরিয়ে নিয়ে দেশ ফেরার সময় বৈশাখী নগদ টাকা, সোনার গয়না ও রিয়ালের ভারী বোঝা সঙ্গে করে নিয়ে এসেছে। কিন্তু ২৪ সেপ্টেম্বর যেন কালো রাতের ছায়ায় ঢেকে গেছে সব—কন্যা সন্তান ও পরিবারকে ফেলে প্রেমিক মিশুর হাত ধরে পালিয়ে যায়, যা এলাকার হৃদয়ে যেন ছুরির কাটামারি দিয়ে রেখেছে অবিশ্বাসের ক্ষত।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়ে কাঁদছে নীরবে, যেন আকাশের বজ্রপাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের স্বপ্নের ঘর। এলাকায় ব্যাপক আলোড়নের ঝড় উঠেছে, অনেকে এটিকে সামাজিক অবক্ষয়ের কালো দাগ বলে চিৎকার করছে—প্রবাসী জীবনের রক্তাক্ত ত্যাগ ও বিশ্বাসভঙ্গের হাহাকারে স্থানীয়দের বুক ফেটে যাচ্ছে, প্রত্যেক মুখে উদ্বেগের ছায়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ