logo
ads

পটুয়াখালীতে শিশু বিবাহ রোধে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশকাল: ৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পি.এম
পটুয়াখালীতে শিশু বিবাহ রোধে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন

বর্তমান বাংলা

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”—এই শ্লোগানে উদ্দীপ্ত পটুয়াখালী সদর উপজেলার মধুমতি হলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর (সেলপ) আয়োজনে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। ব্র্যাক পটুয়াখালী জেলা সমন্বয়ক নেফাজউদ্দিনের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজার এস এম শরিফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. খাইরুল ইসলাম, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন বাচ্চু। স্বপ্নসারথী কিশোরীদের মধ্যে বক্তব্য রাখেন খলিশাখালীর স্বর্না দেবনাথ ও ইটবাড়িয়ার মোসা. খুকুমনি। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৪৯ জন কিশোরী উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ, শিশু নির্যাতন, পাচার রোধ ও আইনি সুরক্ষায় অবদানের জন্য প্রধান অতিথি কিশোরীদের হাতে সনদপত্র তুলে দেন। ইফফাত আরা জামান উর্মি হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগের আহ্বান জানিয়ে বলেন, “বাল্যবিবাহ ব্যক্তি, পরিবার ও সমাজে দুর্ভোগ সৃষ্টি করে। এটি বন্ধে সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

এই অনুষ্ঠান যেন পটুয়াখালীর কিশোরীদের হৃদয়ে জাগিয়েছে নতুন স্বপ্নের আলো, বাল্যবিবাহ ও নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইকে শক্তিশালী করে তুলবে এক অটুট প্রতিজ্ঞার পথে, গর্বিত ও অমর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ