logo
ads

অন্ধকারে আলোর প্রদীপ জ্বলে উঠল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পি.এম
অন্ধকারে আলোর প্রদীপ জ্বলে উঠল

বর্তমান বাংলা

জয়পুরহাটের কালাই উপজেলায় দীর্ঘ দুই দশকের অন্ধকার যেন বিষাক্ত কুয়াশার মতো ঘনিয়ে ছিল লিলিমন বিবির ভাঙা টিনের ঘরে—স্বামী পরিত্যক্তা এই ৫৫ বছরের নারীর জীবনে টাকার অভাবে বিদ্যুৎ সংযোগের স্বপ্ন ছিল যেন দূরের তারা, কিন্তু মানবিক সহায়তার উষ্ণ ছোঁয়ায় অবশেষে জ্বলে উঠেছে আলোর প্রদীপ, হৃদয় কাঁপিয়ে দিয়ে চরম চাঞ্চল্যের ঝড় তুলেছে এলাকায়। এই হৃদয়স্পর্শী ঘটনায় প্রত্যেকের বুক ভরে উঠেছে আশার স্ফুলিঙ্গে, যেন অন্ধকারের গভীর থেকে উঠে এসেছে নতুন জীবনের রোদ্দুর।

সম্প্রতি দৈনিক রূপালী বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে ‘ভাঙা টিনের ঘরে বিদ্যুৎবিহীন জীবন লিলিমন বিবির’ ও ‘গরম-অন্ধকারের যুদ্ধে একা লিলিমন’ শিরোনামে সংবাদ প্রকাশ যেন বিষের ফোঁটা ঢেলে দিয়েছে সচেতন মহলের হৃদয়ে, স্থানীয় প্রশাসন ও মানবিক সংগঠন ‘মৌলিক বাংলা’-র নজরে এসে উঠেছে যেন বজ্রপাতের গর্জনে। চ্যানেল আই জয়পুরহাট প্রতিনিধি শফিউল বারী রাসেলের উদ্যোগে ও লন্ডন প্রবাসী সালেহ আকরাম মেরিনের সহযোগিতায় আর্থিক সহায়তা পৌঁছে যায়, এই সাড়ায় এলাকা কাঁপছে উদ্দীপনার জোয়ারে, হৃদয়ে কান্নামিশ্রিত আনন্দের ঢেউ ছড়িয়ে দিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে কালাই প্রেসক্লাব মিলনায়তনে ‘মৌলিক বাংলা’-র আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠান যেন সম্মানের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেছে সকলকে—সভাপতি সেলিম সারোয়ার শিপন লিলিমনের হাতে বিদ্যুৎ সংযোগের জন্য ৫ হাজার টাকার চেক তুলে দিয়ে যেন আলোর সেতু বাঁধার মতো হৃদয় কাঁপিয়ে দিয়েছে। উপস্থিত প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি তানভিরুল ইসলাম রিগান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন, আইন সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রিন্স, আপ্যায়ন সম্পাদক লিটন তালুকদার, নির্বাহী সদস্য সজিবুল ইসলাম পাভেল ও মৌলিক বাংলার প্রতিনিধি সাকিব হোসেনসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি যেন একতার জ্যোতি জ্বালিয়ে তুলেছে, এলাকায় চাঞ্চল্যের আগুন জ্বলছে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত লিলিমন বিবির কণ্ঠ ভেঙে যায় বলতে—‘২০ বছর অন্ধকার ঘরেই ছিলাম বাবা, হারিকেনের আলোয় রাত কাটিয়েছি যেন বিষাক্ত ছায়ায় ডুবে, এখন বিদ্যুৎ নিতে পারব—খুব খুশি লাগছে যেন হৃদয়ে রোদ্দুর ফুটে উঠেছে, যারা সাহায্য করেছে আল্লাহ তাদের ভালো রাখুন’—তাঁর চোখে অশ্রুর ধারা মিশে গেছে আনন্দের ঝর্ণায়, এই কথায় এলাকার প্রত্যেক হৃদয় কাঁপছে সহানুভূতির জোয়ারে।

জানা গেছে, কালাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সড়াইল গ্রামের লিলিমন দীর্ঘ ২০ বছর ধরে ভাঙা টিনের ছাপড়া ঘরে বসবাস করছেন বিদ্যুৎবিহীন অবস্থায় যেন অন্ধকারের গর্তে আটকে, ঘরে ফ্যান-বাল্বের স্বপ্ন ছিল না কুপি-হারিকেনের আলোই ছিল একমাত্র ভরসা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসহায় জীবনচিত্র ছড়িয়ে পড়ায় যেন মানবিক প্রতিক্রিয়ার বিষাক্ত ঝড় উঠেছে, প্রবাসীসহ স্থানীয় সমাজসেবী ও সাংবাদিকদের সাড়ায় এলাকা মুখরিত হয়েছে। এখন বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হলেই দুই দশকের অন্ধকারে সত্যিকারের আলো দেখতে পাবেন লিলিমন, যেন হৃদয়ে উজ্জ্বল স্বপ্নের আলো জ্বলে উঠবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ