logo
ads

সুদের নির্যাতনে বৃদ্ধ খুঁটিতে বাঁধা, হৃদয়বিদারক ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৫, ০৬:২২ পি.এম
সুদের নির্যাতনে বৃদ্ধ খুঁটিতে বাঁধা, হৃদয়বিদারক ছবি

বর্তমান বাংলা

কুমিল্লার চান্দিনায় সুদের অমানবিক জাল যেন বিষাক্ত সাপের ফণার মতো উঁচু হয়ে উঠেছে—টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের নৃশংসতায় এলাকা কাঁপছে হৃদয়বিদারক চাঞ্চল্যের ঝড়ে, প্রত্যেকের বুক যেন ছুরির ফলায় বিঁধে রক্ত ঝরছে এই অবিচারের আঘাতে। ছবির সেই হৃদয়ফেটে দৃশ্য যেন বিষের ফোঁটা ঢেলে দিয়েছে—পাওনাদার বৃদ্ধ হাত কোমরে দিয়ে অহংকারী ছায়ায় দাঁড়িয়ে আছে লাল গামছা জড়ানো নীল শার্টে, তার পাশে খুঁটিতে বাঁধা অসহায় আলী আকবরের সাদা টুপি-জড়ানো মাথা নত হয়ে ঝুলছে, চোখ বন্ধে ক্লান্ত দাড়িওয়ালা মুখে যেন বয়সের সব ক্লান্তি ও যন্ত্রণা ফুটে উঠেছে, দুই বৃদ্ধের মধ্যে এই নির্যাতন যেন মানবতার কালো দাগ গেঁথে রেখেছে। চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে বোরহানের এই দুষ্কর্মে যেন বৃদ্ধের কান্নায় এলাকার আকাশ কাঁপছে ক্রোধের বজ্রপাতে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রায় আড়াই ঘণ্টা ধরে আলী আকবরকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার এই হৃদয়ফেটে নির্যাতনে প্রত্যক্ষদর্শীদের চোখে যেন অশ্রুর ঝর্ণা বয়ে গেছে, তার হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন যেন অন্ধকারের গভীর থেকে আলোর আশা জ্বালিয়ে। ছবির সেই অসহায় মুখের ক্লান্তি যেন ছুরির কাটামারির মতো বিঁধে রাখছে সকলের হৃদয়ে, বাঁধা হাত-পায়ের রশির কষ্ট যেন বয়সের সব স্বপ্ন ছিন্ন করে দিয়েছে, এই ঘটনায় বৃদ্ধের বুকের জ্বালা যেন বিষের ফোঁটা ঢেলে দিয়েছে সকলের হৃদয়ে, চাঞ্চল্যের ঢেউ ছড়িয়ে পড়েছে প্রতি শিরায় শিরায়।

স্থানীয়রা ও ভুক্তভোগীর ছেলে ইব্রাহীমের কাঁপা কণ্ঠে জানানো যায়, আলী আকবর রসুলপুরের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই, দীর্ঘদিন শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন যেন শান্তির ছায়ায়—কিন্তু একই গ্রামের আবুল কালাম ও ছেলে বোরহানের সুদের কালো ব্যবসায় দুই বছর আগে ছেলেকে বিদেশে পাঠাতে ৭০ হাজার টাকা ঋণ নেওয়ায় সুদসহ ১ লাখ ৫০ হাজার দাবি করে চাপ দিতে থাকেন যেন পিশাচের মতো। টাকা পরিশোধে ব্যর্থতায় সোমবার তাকে ধরে রসুলপুরের মধ্যপাড়া মসজিদসংলগ্ন সড়কের পাশে খুঁটিতে বেঁধে নির্যাতন যেন হৃদয়ে ছুরির কাটামারি দিয়ে রেখেছে, ছবির সেই দাঁড়ানো পাওনাদারের অহংকারী দৃষ্টি যেন ক্রোধের আগুন জ্বালিয়ে দিয়েছে, এলাকায় ক্ষোভের লেলিহান আগুন জ্বলে উঠেছে।

ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় যেন তীব্র সমালোচনার বিষাক্ত ঝড় উঠেছে, এলাকাবাসীরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চিৎকার করে উঠেছে যেন বিদ্রোহের গর্জনে কাঁপছে আকাশ, ছবির সেই বাঁধা বৃদ্ধের নত মুখের অসহায়তা যেন প্রত্যেকের চোখে অশ্রুর ধারা বইয়ে দিয়েছে। অভিযুক্ত বোরহানকে ফোন করায় সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দিয়ে লুকিয়ে পড়ার চেষ্টায় যেন পাপের ভারে কাঁপছে তার পা, পরবর্তী কলেও সাড়া না দিয়ে অন্ধকারের গলিতে ঢুকে গেছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত ওসি মো. জাবেদ উল ইসলামের কণ্ঠে দৃঢ়তার সুর বাজছে—ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে যেন ন্যায়ের আলো জ্বালিয়ে দিয়ে, বিস্তারিত পরে জানানো হবে—কিন্তু এই আশ্বাসে এলাকার মানুষের হৃদয় কাঁপছে ক্ষোভের জোয়ারে, ছবির সেই দুই বৃদ্ধের মধ্যে অবিচারের ছায়া যেন সুদের এই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলতে থাকে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ