logo
ads

কুরআন অবমাননা মুসলিম জনতার ঈমানি অনুভূতিতে আঘাত: আল্লামা শেখ আহমদ

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশকাল: ৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পি.এম
কুরআন অবমাননা মুসলিম জনতার ঈমানি অনুভূতিতে আঘাত: আল্লামা শেখ আহমদ

বর্তমান বাংলা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে পবিত্র কুরআনের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন দেশের প্রবীণ আলেমে-দ্বীন, জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.)।

এক বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র কুরআন মুসলমানের প্রাণ ও হৃদয়ের কেন্দ্রবিন্দু। এর অবমাননা মানে ইসলাম ও মুসলিম জাতির হৃদয়ে ছুরি চালানোর সামিল।”

আল্লামা শেখ আহমদ বলেন, নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক এই জঘন্য ঘটনা শুধু একটি অপরাধ নয়, বরং এটি বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ঈমানি চেতনাকে গভীরভাবে আঘাত করেছে। অপরাধী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ভিডিও প্রকাশ করে তার উদ্দেশ্যকে আরও ঘৃণ্য করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এই ন্যক্কারজনক ঘটনার কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখায়।”

আল্লামা শেখ আহমদ আরও বলেন, পবিত্র কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির হিদায়াত, ন্যায়বিচার ও শান্তির দিশারি। যে সমাজ কুরআনের মর্যাদা রক্ষা করে না, সে সমাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “কিছু কুচক্রী ও ধর্মবিরোধী মহল দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। নর্থ সাউথে এই ঘটনা সেই বৃহত্তর অপচেষ্টার অংশ হতে পারে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান— ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মকাণ্ড দমনে কঠোর আইন প্রয়োগ ও শিক্ষাব্যবস্থায় ধর্মীয়-নৈতিক মূল্যবোধ জোরদারের পদক্ষেপ নিতে।

বিবৃতির শেষাংশে আল্লামা শেখ আহমদ (দা.বা.) দোয়া করেন— আল্লাহ যেন মুসলিম উম্মাহকে কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় দৃঢ় রাখেন এবং ইসলামবিরোধী অপচেষ্টা থেকে দেশ ও জাতিকে রক্ষা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ