সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চিকিৎসা নিতে এসে প্রতিদিনই খালি হাতে ফিরতে হচ্ছে সাধারণ গ্রামীণ রোগীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে রোগীরা চিকিৎসা নিতে এসে নিরুপায় হয়ে বাজার থেকে চড়া দামে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক বলেন, “বর্তমান সরকার আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি ওষুধ আমাদের কাছে আসেনি। ওষুধ না পেলে আমরা কীভাবে রোগীদের দেব? প্রতিদিন হাসপাতাল খোলা থাকে, কিন্তু ওষুধ নেই।”
এতে সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হলেও প্রয়োজনীয় ওষুধের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসীর অভিযোগ, আগে নিয়মিতভাবে বিনামূল্যে ওষুধ পাওয়া যেত, কিন্তু এখন মাসের পর মাস ওষুধের দেখা নেই।
তারা দ্রুত সরকারি উদ্যোগে ওষুধ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

