logo
ads

পোরশায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পি.এম
পোরশায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বর্তমান বাংলা

নওগাঁর পোরশা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল ও গেইন বাংলাদেশ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. আব্দুল্লা আল মামুন। সভায় মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন গেইন বাংলাদেশের প্রতিনিধি ডা. মনির হোসেন, কারিতাস রাজশাহী অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক মো. আবুল বাশার, ভারপ্রাপ্ত উপজেলা ম্যানেজার আনন্দ মিশন খাঁ খাঁ, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. রস্তম আলী ও মোসা. কুলসুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সমাজসেবা প্রতিনিধি, কারিতাসের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় পুষ্টি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ