logo
ads

ঠাকুরগাঁওয়ে ৪ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশকাল: ৯ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে ৪ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

বর্তমান বাংলা

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষায় সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান।

তিনি জানান, জন্মসনদ দিয়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। যেসব শিশু স্কুলে যায় না বা জন্মসনদ নেই, তাদের নাম তাৎক্ষণিকভাবে ‘হোয়াইট তালিকা’ভুক্ত করে টিকার আওতায় আনা হবে।

আগামী ১২ অক্টোবর শুরু হওয়া এই টিকাদান ক্যাম্পেইন চলবে টানা ১৮ কার্যদিবস। ঠাকুরগাঁও জেলায় মোট ৪ লাখ ২০ হাজার ৮২২ জন শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন।

ওরিয়েন্টেশন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডা. আবুল বাশার মোহাম্মদ সাইদুজ্জামান, মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ