logo
ads

আত্রাইয়ে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আত্রাই প্রতিনিধি

প্রকাশকাল: ১২ অক্টোবর ২০২৫, ০৬:০২ পি.এম
আত্রাইয়ে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

বর্তমান বাংলা

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার (১২ অক্টোবর) আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকাল ১০:৩০ টায় আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মসফিকুর রহমান রাজীব।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ মসফিকুর রহমান রাজীব টাইফয়েড জ্বরকে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। টিসিভি টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর।” তিনি কর্মসূচির সফলতা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবকসহ সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য বলেও গুরুত্বারোপ করেন। ডাঃ রাজীব প্রত্যেক শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী নির্ধারিত বয়সের সকল শিশু বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. শাহী আলম সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কুমার প্রাং, এমটিইপিআই ভারপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম, সিনিয়র রেজোয়ান আল মাহমুদ এবং সিনিয়র স্টাফ নার্স মোছা. আফরোজা বানু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ