logo
ads

বিলাইছড়িতে প্রথম দিনে ৯০১ শিশুকে টাইফয়েড টিকা প্রদান

বিলাইছড়ি প্রতিনিধি

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪১ এ.এম
বিলাইছড়িতে প্রথম দিনে ৯০১ শিশুকে টাইফয়েড টিকা প্রদান

বর্তমান বাংলা

“টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো রাঙামাটির বিলাইছড়িতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ মামুনুল হক।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, প্রথম দিনে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৯০১ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান হলো—বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, কেংড়াছড়ি জোন, কেংড়াছড়ি, কেরনছড়ি ও ওড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি বেসরকারি উচ্চ বিদ্যালয় এবং ফারুয়া উচ্চ বিদ্যালয়।

৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুরজিত দত্ত জানান, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাব-ব্লকে গিয়ে টিকা দেওয়া হবে। এ সময় মোট ৫,৪৮২ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষায় টিকা নেওয়া অত্যন্ত জরুরি। সবাই যেন তাদের সন্তানকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসে, সেটিই আমাদের অনুরোধ।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ