logo
ads

পুষ্টিকর কৃষি নেতৃত্বের প্রশিক্ষণ শুরু

মো. সিরাজুল মনির, চট্টগ্রাম ব্যুরো

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৯ পি.এম
পুষ্টিকর কৃষি নেতৃত্বের প্রশিক্ষণ শুরু

বর্তমান বাংলা

বাংলাদেশের কৃষি ক্ষেত্রে পুষ্টির আলোয় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর পুষ্টি ইউনিটের আয়োজনে ‘Leadership Development on Nutrition Sensitive Agriculture’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অদ্য সোমবার (১৩ অক্টোবর ২০২৫) শুরু হয়েছে, যেন কৃষকের হাতে ধরা পড়েছে পুষ্টির সোনালী ফসলের চাবিকাঠি। বিএআরসি-র সভাকক্ষ-১-এ সকালের উজ্জ্বল আলোয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য বিভাগের সদস্য পরিচালক অজিত কুমার চক্রবর্তী, যা কৃষি বিজ্ঞানীদের হৃদয়ে জাগিয়ে তুলেছে নেতৃত্বের অগ্নিশিখা। এই প্রশিক্ষণ যেন একটি জীবন্ত সেতু, যা পুষ্টি-সংবেদনশীল কৃষির মাধ্যমে দেশের জনগণের স্বাস্থ্যকে আরও উজ্জ্বল করে তুলবে, ক্ষুধার ছায়া দূর করে।

প্রশিক্ষণের সঞ্চালনায় বিএআরসি-র পুষ্টি ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. যাকীয়াহ রহমান মনি অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি পরিচালনা করেন, যেন তাঁর কণ্ঠে বয়ে আসে জ্ঞানের অমৃতধারা। এতে অংশগ্রহণ করছেন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বারটানের ২৫ জন বিজ্ঞানী ও কর্মকর্তা—এই সমাবেশ যেন পুষ্টির যোদ্ধাদের মিলনমেলা, যারা দেশের মাটি থেকে উঠবে স্বাস্থ্যের সোনার ফসল। সামগ্রিক উদ্দেশ্য এই প্রশিক্ষণের হলো কৃষি বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মকর্তাদের মধ্যে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, যাতে তারা পুষ্টি-সংবেদনশীল কৃষি (NSA) বিষয়ক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং প্রচারে উদ্যমী ভূমিকা পালন করতে পারেন—এটি যেন একটি বিপ্লব, যা কৃষির মাটিতে পুষ্টির বীজ বপন করে দেশের ভবিষ্যতকে সুস্থ করে তুলবে।

এই তিন দিনের যাত্রা কৃষি খাতে নতুন আশার রশ্মি ছড়াবে বলে আশা করা যায়, যেখানে বিজ্ঞানীদের হাতে ধরা পড়বে পুষ্টির অস্ত্র, এবং বাংলাদেশের প্রতিটি গ্রামে পৌঁছাবে স্বাস্থ্যের সুসংবাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ