logo
ads

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পি.এম
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ

জাপানে রিখটার স্কেল ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।

যদিও দ্বীপের বাসিন্দারা জাপানের জাতীয় সম্প্রচারকারী কর্তৃপক্ষ এনএইচকে-কে বলেছেন, তারা ভূমিকম্প অনুভব করেননি।

জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পের পরে টোকিওর দক্ষিণে দূরবর্তী দ্বীপগুলিতে সুনামির পরামর্শ জারি করেছে।

এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি হাচিজো দ্বীপের প্রায় ১৮০ কিলোমিটার (১১১ মাইল) দক্ষিণে ঘটেছে, যা টোকিও থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত।

এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিকদের মতে, জাপানে বারবার ভূমিকম্প আঘাত হানার সবচেয়ে বড় কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। জাপান ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত, যা বিশ্বের ‘সবচেয়ে সক্রিয়’ ভূমিকম্প বেল্ট। দেশটিতে প্রতিবছর গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প হয়। 

জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পের পরে টোকিওর দক্ষিণে দূরবর্তী দ্বীপগুলিতে সুনামির পরামর্শ জারি করেছে।

এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি হাচিজো দ্বীপের প্রায় ১৮০ কিলোমিটার (১১১ মাইল) দক্ষিণে ঘটেছে, যা টোকিও থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত।

এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিকদের মতে, জাপানে বারবার ভূমিকম্প আঘাত হানার সবচেয়ে বড় কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। জাপান ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত, যা বিশ্বের ‘সবচেয়ে সক্রিয়’ ভূমিকম্প বেল্ট। দেশটিতে প্রতিবছর গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প হয়। 

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ