logo
ads

সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক সামা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পি.এম
সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক সামা

সংগৃহীত

প্রতিষ্ঠার এক দশক পর সরাসরি ভোটের মাধ্যমে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট পিটিআই মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ২৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সভাপতি পদে জয়ী হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। তিনি ১৩৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তার পান ১০৯ ভোট—শম্পার চেয়ে ২৭ ভোট কম।

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে সর্বাধিক ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী। এছাড়া পরিচালক পদে জয়ী হয়েছেন—

জাকিরা ফাতেমা লিমি চৌধুরী (১৮৭ ভোট)
সুমাইয়া সুলতানা চৌধুরী (১৬৯ ভোট)
রেহানা আফরোজ খান (১৫১ ভোট)
রেহানা ফারুক শিরিন (১৪৬ ভোট)
আসমাউল হাসনা খান (১৪৪ ভোট)
গাজী জিনাত আফজা (১৪১ ভোট)
শাহানা আক্তার (১৪০ ভোট)
তাহমিনা হাসান চৌধুরী (১৩৮ ভোট)
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলেয়া ফেরদৌসি তুলি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ