logo
ads

ডিসেম্বরেই হতে পারে অমর একুশে বইমেলা ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম
ডিসেম্বরেই হতে পারে অমর একুশে বইমেলা ২০২৬

সংগৃহীত ছবি

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ এ বছরের ডিসেম্বরেই আয়োজনের চিন্তাভাবনা করছে বাংলা একাডেমি। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “যেহেতু জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, তাই বইমেলা নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। ডিসেম্বরে আয়োজনের বিষয়ে কথাবার্তা হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।”

তিনি আরও জানান, বিকেলে বাংলা একাডেমিতে উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই বইমেলা ডিসেম্বরেই হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।

নিয়মিত ফেব্রুয়ারিতে, এবার পরিবর্তনের আলোচনা

প্রথাগতভাবে একুশে ফেব্রুয়ারিকে ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণে ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় মাসব্যাপী বইমেলা। তবে নির্বাচন ঘনিয়ে আসায় ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সে কারণেই বিকল্প সময় হিসেবে এ বছরের ডিসেম্বর প্রস্তাব করা হয়েছে।

 চূড়ান্ত সিদ্ধান্ত হলে এটাই হবে প্রথমবারের মতো ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজন।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ