(২০২৫ সালে অন্তবর্তী সরকার থাকাকালীন)
ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট আওয়াজ পাই,
ফ্যাসিস্ট বল কোথায় নাই!
মতবিরোধে ফ্যাসিস্ট বলে,
ফ্যাসিস্টের হাতে রাষ্ট্র চলে।
মব-সংস্কৃতিতে ভরা দেশ,
সোনার দেশ হয়েছে শেষ।
দেশের পলককর্তা যমুনায়,
বার্ধক্য ক্লান্তিতে ঘুমিয়ে রয়।
আইন-শৃঙ্খলার পাহারায়,
রাষ্ট্রযন্ত্রও ঘুমিয়ে যায়।
দখল, ধর্ষণ, লুন্ঠন, খুন—
ঘটে দেশে প্রতিদিন।
কবরের লাশও পুড়েছে মবে,
অনিরাপদ রাজ্যে দর্শক সবে।
আইন লেখা শুধু পুঁথিতে,
মানা হয় না কথাতে।
রাষ্ট্রযন্ত্রে ফাটল ভারি,
বাকপটু সব, কাজে দেরি।
সংস্কারের আওয়াজ চলে বেশ,
কোন কালে হবে তাহার শেষ?
মিথ্যা দিয়ে মালা গাঁথে,
নিকৃষ্ট জন থাকে সাথে।
মিথ্যার পাহাড় বাড়ছে অতি,
ফলবে তাহার শেষ পরিণতি।
নেতায় নেতায় হরেক ভাব,
শঠতার ছায়ায় প্রেমভাব।
আন্দোলনে প্রেমালাপ,
আড়ালে চলে ফোনালাপ।
রাজপথে শ্লোগানে যুবক-যুবতী,
অসুস্থ ভাষা, রুগ্ন মতিগতি।
লজ্জা-শরম পাছে ফেলে,
শ্লোগান তোলে দুলে দুলে।
শ্লোগানের ভাষা অতি নিকৃষ্ট,
তবু কেউ তাতে হয় আকৃষ্ট।
এ ভাষা তার কাছে উৎকৃষ্ট,
এটুকুই তার জন্য যথেষ্ট।
নষ্টা নারীর আচরণ,
যথেচ্ছ তার বিচরণ।
মুক্তিযোদ্ধার—মুক্তির বুলি মুখে,
মবাক্রান্তে জুতার মালা তাঁর বুকে।
মিথ্যা মামলা দেয় যে বাদী,
বাড়ছে তাতে নির্যাতন সুবিধাদী।
মানুষরূপে অমানুষ কুজন,
অপকৃষ্ট সেই পিশাচ মন।
বহুমতে, মহা সংকটে পরেছে সরকার,
অপটু প্রস্তাবে হাল ধরা কি দরকার?
যাহাতে জন্ম, তাহাতেই ক্ষয়,
জ্ঞানীগুণী জানে তাহা—জানে বিশ্বময়।
শরীফ’স হাউজ
মঠবাড়িয়া
০৭/১০/২৫ ইং

