চোখের আচমকা ভুল
নাজমুল ইসলাম
আন্ধার রাইতে যেমন বিজলী চমকায়,
ঠিক অমন কইরা তুমি আইলা আমার কাছে।
মুখ তুলি চাইতেই, ওরে সই,
বুকের ভিতর যেন ঢিপঢিপ বাজে।
ঐ চাহনি, আহা, য্যান যাদু!
কইতেও পারি না, সইতেও পারি না।
আমার পরাণডা খালি তোমার লাইগা কান্দে,
কেন আইলা এই পোড়ামনের ঠিকানায়?
সেই দিন থেইকা এই দিলডা তোমার জিম্মায়,
এই ভালোবাসার ঘা আর কোনোদিন সারবো না।

