logo
ads

ডেভিল কাণ্ড

মোঃ রোকনুজ্জামান শরীফ

প্রকাশকাল: ৬ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এ.এম
ডেভিল কাণ্ড

ফাইল ছবি

ডেভিলের খোঁজে রাষ্ট্রযন্ত্র,
চালায় হরেক তন্ত্রমন্ত্র।
রাষ্ট্র চেঁচায়——
“ডেভিল, তুমি আছো কই?”
ডেভিলের আওয়াজ——
“আমি কোথায় নেই!”

আল্লাহর দেওয়া শক্তি–বুদ্ধি,
সব কাজে করি সিদ্ধি।
সব পরিবেশে ডেভিল চলে,
কেন? কেন?—— খোঁজ তারে এক কাতারে ফেলে।

আল্লাহ যখন তাড়ায় মোরে,
শূন্য হাতে ফিরি কি করে?
শক্তি চাইলাম মনের জোরে,
মহাপ্রভু কিঞ্চিৎ তা দিল মোরে।

মানব রন্ধ্রে ঢুকি আমি,
মহা সর্বনাশ করে থামি।
এমন কোনো জায়গা নেই,
সব পরিবেশেই ঠাঁই পাই।

রাষ্ট্র বলে—— “ডেভিল চাই!”
‘২৫-এর পুলিশ নিরুপায়, তার উপায় নেই।
ডেভিল আছে ঘরে ঘরে,
তবু কেন রাষ্ট্র খোঁজে পৃথক করে?

হরপ্রসাদ শাস্ত্রীর মন্ত্র–তেলে,
মন, চাকা, দেশটাও চলে।
তেলবিদ্যায় পোক্ত যে জন,
কঠিন স্বার্থ ভাগাতে পণ্ডিত সে জন।

দেশ–জনতা লণ্ডভণ্ড,
সর্বক্ষেত্র হচ্ছে পণ্ড।
ভালো–মন্দের নৃত্য বহু দলে,
ঋজুকে কেন ফাঁসাও পাতানো কলে?

বিনাদোষে মিথ্যা মামলা করে,
তাড়া করে, জেলে পুরে।
এমন রেওয়াজ অতি পুরান,
অতীতে কেউ করেনি বারণ।

এটাই ছিল মূল কারণ,
মানুষের মগজে রয়েছে ধরণ।
তাই বলে কি চলবে এমন?
গ্রেপ্তার হবে বিনা কারণ?

রাষ্ট্র–সংস্কার যেহেতু হবেই এখন,
অতীত–বর্তমান, হলে হয় কেমন?
নিরপেক্ষতার অভাব হলে,
সংস্কার হবে না কোনো কালে।

নিউটনের তৃতীয় সূত্র সত্যই অতি,
কর্ম–দোষে হারায় প্রীতি।
দোষী জনে আটক পরুক,
সুশীল জনে ভালো থাকুক।

(২০২৫ সালে রাষ্ট্র–সংস্কারে ‘ডেভিল হান্ট’ অপারেশন চলাকালে)

শরীফ’স হাউজ
মঠবাড়িয়া, পিরোজপুর।
৩১/০৩/২৫

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ