logo
ads

বড়বাবুর চ্যালা

স্মৃতি রানী রত্না

প্রকাশকাল: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম
বড়বাবুর চ্যালা

কথার বুলি ছড়ায় মাঠে
দেখায় কত ঠ্যালা,
যেমন তেমন লোক নয়গো
বড় বাবুর চ্যালা।।

আন্ডার মেট্টিক পাশ হলেও
ক্ষমতার দাপট বড়,
তাকে দেখলে এলাকার লোক
হয়ে যায় জড়োসড়ো।।

চাঁদাবাজি, ধান্দাবাজি
এই নিয়ে সময় কাটে,
মাস্তানি আর ঠকবাজিতে
বড় বড় বোম ফাটে।।

বড়বাবুর অর্ডারেতে
থানার কলকাঠি নড়ে,
সত্যিটাযে মিথ্যা বানায়
চামচাদের বাঁচানোর তরে।।

বড় ছোট নাই ভেদাভেদ
যাকে তাকে চর মারে,
সুন্দরিদের দেখলে পরে
বেহায়ার বেশ ধরে।।

পান চিবোয় আর কথা বলে
পায়ের ওপর পা তুলে,
এখন সে যে বড় মানুষ
অতীতটা গেছে ভুলে।।

সামনের চেয়ারে বসে
যেন কত ভাব তার,
গুনির কদর যায় ভুলে
সে যেন জমিদার।।

ঘরির কাটা না চিনেও
দামি ঘরি হাতে তার
টাচ মোবাইল হাতে নিয়ে
সেলফির কি বাহার।।

ঘরের খবর নাই জানা
পরের ঘরে আনাগোনা,
স্বার্থের কারনে তারা
আপন মাকে ছারেনা।।

হাজার কথার বুলি ছোরে
নেতাকে সে খুশি করে,
ভালোমন্দ না জানিয়া
নেতার কথায় কাজ করে।।

পুলিশ তাকে তারা করে
আজকে আমায় ছেরে দে,
বড়বাবু জানলে পরে
আটকে আমায় রাখবে কে।।

দিনের পরে মাস যায়
বছরও পেরিয়ে যায়,
জামিন আর হয়না তার
বড় বাবুর ইশারায়।।

বাবু তাকে ভুলে গেছে
কলকরে না তার ফোনে
কি পেল আর কি হারালো
দিনকাটে হিসেব গুনে।।

মনের মধ্যে রাগ পুষেছে
যদি কভু ছারা পায়
বড় বাবুর বদলা নেবে
চ্যালাও কি কম যায়?

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ