কাকে নিয়ে ভাবছো? সেকি বুঝবে তোমার কষ্ট
দিন শেষে তার কাছেই তুমি স্বার্থপর এটাই অদৃষ্ট!
যাদের কারণে লোভনীয় খাবারের ভাগ রাখ তুলে
পূর্ণতা আসলে একটা সময় সবাই যাবে ভুলে।।
যার জন্য নিজের সর্বস্ব দিয়ে তাকে রাখো ভালো
একটা সময় তারাই কেড়ে নেবে তোমার আলো।
যাদের দুঃখ ঘুচাতে গিয়ে করেছো জীবন শেষ
তারাই তোমায় দুঃখ দিয়ে করে দিবে নিঃশেষ!
যাদের সংসার জোড়া লাগাতে চলছো হরদম
সবশেষে সে বলবে আমি নিজেই ভালো পারতাম।
যাকে তুমি নিজের লোক ভাবছো শ্রদ্ধায়
সেই তোমার দূরে সরাতে খেলছে সর্বদায়।।
সবটা মেনে যাকে আকড়ে রেখেছ তুমি ধরে
সুখের নাগাল পেলে পরে সে যাবে তোমায় ছেড়ে।
যে সম্পর্ক গড়তে গিয়ে নিজের অস্তিতের বলিদান
সেই তোমাকে বলবে এটা ভাঙ্গার তুমিই কারণ।।
নিজের চিন্তা না করে যারা অনায়াসে বিলায়
একটা সময় সবার চোখে তারাই স্বার্থপর হয়।
সত্যি বলতে সবার আগে তুমিই স্বার্থপর
কেননা তুমি ভালোবাসনি নিজের জীবর সংসার।।

