logo
ads

শিবগঞ্জে দুর্যোগ প্রশমনের প্রত্যয়ী মহড়া

শিবগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১৪ অক্টোবর ২০২৫, ১০:০৫ এ.এম
শিবগঞ্জে দুর্যোগ প্রশমনের প্রত্যয়ী মহড়া

বর্তমান বাংলা

শিবগঞ্জের রাজপথ যেন আজ দুর্যোগ প্রশমনের শপথে মুখরিত, যেখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালনে জনতার হৃদয়ে জেগেছে সচেতনতার আলো—ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের কালো ছায়াকে জয় করার প্রত্যয়ে র‍্যালির ঢেউ আর মহড়ার উত্তেজনায় মুখরিত হয়েছে বগুড়ার এই উপজেলা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে থামে, যেন এই যাত্রা ছিল দুর্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের এক জ্বলন্ত প্রতীক। সেখানে ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া যেন জনমনে ছড়িয়ে দিয়েছে প্রস্তুতির অটুট বার্তা—এই মহড়া যেন শুধু প্রশিক্ষণ নয়, জীবন রক্ষার অঙ্গীকার।

মহড়ার পর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা যেন সচেতনতার আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, যাঁর কথায় ফুটে ওঠে দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান—যেন তাঁর বক্তৃতা ছিল জনগণের হৃদয়ে সাহস জাগানোর এক মশাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আব্দুল হান্নান, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তৌহিদ আল আরাফ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা ফাতেমা-তুজ-জহুরা, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন—তাঁদের উপস্থিতি যেন এই সভাকে দুর্যোগ প্রশমনের এক মহান মিলনমেলায় পরিণত করেছে।

এই আয়োজন শিবগঞ্জের মাটিতে ছড়িয়ে দিয়েছে প্রস্তুতির বীজ, যেন প্রতিটি নাগরিকের হৃদয়ে জেগেছে দুর্যোগের কালো ছায়াকে জয় করার প্রত্যয়—র‍্যালির পদচারণা আর মহড়ার শপথ যেন বলছে, শিবগঞ্জ দুর্যোগের মুখে নতজানু হবে না। প্রশ্ন জাগছে, এই সচেতনতার আলো কি শিবগঞ্জের সীমানা ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে, জনগণকে দুর্যোগের বিরুদ্ধে আরও শক্তিশালী করে তুলবে? এই দিবসের আলো যেন শিবগঞ্জের প্রতিটি হৃদয়ে জ্বালিয়ে দিয়েছে নিরাপত্তার অমর দীপ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ