logo
ads

হাত ধোয়ার দিবস: মনোহরগঞ্জে উদযাপন

মনোহরগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পি.এম
হাত ধোয়ার দিবস: মনোহরগঞ্জে উদযাপন

বর্তমান বাংলা

মনোহরগঞ্জে স্বাস্থ্যের আলো ছড়ালো! “হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে বুধবার আন্তর্জাতিক হাত ধোয়া দিবসে জনস্বাস্থ্যের উজ্জ্বল বার্তা নিয়ে এলো উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আলীনকিপুর স্কুল এন্ড কলেজের হলরুমে আলোচনা সভা যেন এক সচেতনতার উৎসব, যেখানে শিশুদের হাসি আর বড়দের প্রতিশ্রুতি মিলে এক নতুন আলোর সঞ্চার করল।

পজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির প্রাণবন্ত বক্তব্যে উঠে এলো হাত ধোয়ার গুরুত্ব, যা জীবাণুর বিরুদ্ধে ঢাল। তাঁর কথায় জেগে উঠল প্রতিটি হৃদয়, “হাত ধোয়া শুধু অভ্যাস নয়, এটি জীবন রক্ষার প্রথম ধাপ।” সভাপতি অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম ও প্রেসক্লাব সভাপতি মোঃ আবু ইউসুফের বক্তব্যে ফুটে উঠল স্বাস্থ্য সচেতনতার জাগরণ। ছাত্র-ছাত্রীদের উৎসুক চোখ আর বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতি যেন সমাজের ঐক্যের প্রতীক।

সভার আগে বর্ণাঢ্য র‍্যালি রাস্তায় ছড়িয়ে দিল স্বাস্থ্যের বার্তা। হাত ধোয়ার পাঁচটি ধাপের ব্যবহারিক প্রশিক্ষণে শিশু থেকে প্রবীণ—সবাই শিখল জীবাণুমুক্ত জীবনের পথ। উৎসবের শেষে গাজালা পারভীন রুহির আলীনকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান পরিদর্শন যেন স্বাস্থ্য রক্ষায় তাঁর অটল প্রতিশ্রুতির আরেক স্বাক্ষর।

এই দিন মনোহরগঞ্জের জন্য শুধু উদযাপন নয়, একটি প্রতিজ্ঞা—প্রতিটি হাত হবে জীবাণুমুক্ত, প্রতিটি জীবন হবে সুস্থ। হাত ধোয়ার এই নায়করা যেন সমাজের স্বাস্থ্য-আলো ছড়িয়ে দেয়, রোগের অন্ধকার দূর করে!

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ