logo
ads

বিশ্ব হাত ধোয়া দিবসে মায়ের পা ধুইয়ে সন্তানদের ভালোবাসার জয়

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পি.এম
বিশ্ব হাত ধোয়া দিবসে মায়ের পা ধুইয়ে সন্তানদের ভালোবাসার জয়

বর্তমান বাংলা

আজ বিশ্ব হাত ধোয়া দিবসে লালমনিরহাটের খোচাবাড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক অপার্থিব দৃশ্য সৃষ্টি হয়েছে। শিশুরা মায়েদের পা ধুচ্ছে সাবান আর জল দিয়ে, আর মায়েদের চোখে টলমল করছে আনন্দের অশ্রু। ছবিতে দেখা যায়, গোলাপি পোশাকে শিক্ষক দাঁড়িয়ে, আর বসে আছেন মায়েরা, তাদের পায়ে হাঁটু গেড়ে শিশুরা জল ঢেলে ধোচ্ছে, পাশে একটি বালতি রাখা। কিছু শিশু স্কুলের নীল পোশাকে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে, সম্ভবত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছে। পেছনে বিদ্যালয়ের ভবন আর সবুজ পরিবেশ চোখে পড়ে।

এই দিনটি ২০০৮ থেকে প্রতি বছর ১৫ অক্টোবর পালিত হয়, যা ১২০ মিলিয়ন শিশুসহ লক্ষ লক্ষ মানুষকে হাত ধোওয়ার অভ্যাসে উৎসাহিত করে রোগ প্রতিরোধে সাহায্য করে। ২০২৫ সালের থিম "Be a Handwashing Hero" হাত ধোয়ার মাধ্যমে দিয়রিয়া ও নিউমোনিয়া রোগ থেকে জীবন বাঁচানোর আহ্বান জানায়। কিন্তু খোচাবাড়িতে এটি শুধু স্বাস্থ্যের উৎসব নয়, মানবিকতার জয়ের মুহূর্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেগে কণ্ঠ কাঁপিয়ে বলেন, “আমরা শিশুদের শুধু পড়াশোনা নয়, মানবিক গুণ শেখাতে চাই। মায়ের পা ধোওয়া হাত ধোওয়ার শিক্ষার সঙ্গে শ্রদ্ধা ও ভালোবাসার পাঠ।” একটি ছোট্ট মেয়ে বলে, “মায়ের পা ধুয়ে আমার হাত পরিষ্কার হয়েছে, আর তাঁর চোখের জল আমার হৃদয় ভরে দিয়েছে।”

এই দৃশ্যে মায়েরা অশ্রু মুছে হাসছেন, বাবারা গর্বিত, আর শিক্ষকরা চোখের জল ফেলে বলছেন, “এটাই আমাদের শিক্ষা, এটাই ভালোবাসা।” খোচাবাড়ি বিদ্যালয় থেকে এই আলো ছড়াক—হাত পরিষ্কার, হৃদয় ভালোবাসায় ভরা। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত—এই ভালোবাসা চিরকাল বেঁচে থাকুক!

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ