logo
ads

আত্রাইয়ে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আত্রাই প্রতিনিধি

প্রকাশকাল: ১৪ অক্টোবর ২০২৫, ১০:১২ এ.এম
আত্রাইয়ে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বর্তমান বাংলা

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

সকালে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে ফিরে আসে। পরে উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষকরা জরুরি পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষার কৌশল প্রদর্শন করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
সভায় তিনি বলেন, “প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সব সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সচেতনতা ও প্রস্তুতিই ক্ষয়ক্ষতি কমাতে পারে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং ইউপি চেয়ারম্যানগণ মো. মঞ্জুরুল ইসলাম, মামনুর রশিদ ও নাজিমুদ্দিন প্রমুখ।

বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারি সংস্থা ও জনগণের মধ্যে সমন্বিত কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ