খাগড়াছড়ির পানছড়িতে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন মিয়ার সভাপতিত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে পৌঁছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
সভায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ও নগরায়নের ফলে দুর্যোগের মাত্রা ও ধরন পরিবর্তিত হচ্ছে এবং পরিবেশ দূষণের সমস্যা বাড়ছে। দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও জ্ঞানবর্ধক আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বৈঞ্চনব, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

