চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২৫ জন তরুণ উদ্যোক্তাকে মোট ১৫ লাখ টাকার বিনিয়োগ দিয়েছে বিএন্ডএফ কর্পোরেট। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “Entrepreneur Hunt 2025” গালা ইভেন্টে নির্বাচিত উদ্যোক্তাদের হাতে এই বিনিয়োগের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লা। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মাল হোসেন, প্রবীণ শিক্ষাবিদ মাস্টার নজির আহমেদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী এবং বিএন্ডএফ কর্পোরেটের কান্ট্রি ডিরেক্টর মো. সাহেদ ইকবাল রিফাত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএন্ডএফ কর্পোরেটের সিইও মো. মহিউদ্দিন বহদ্দা চৌধুরী।

