যশোরের শার্শা উপজেলায় যেন এক সবুজ বিপ্লবের সুর বেজে উঠেছে—সাংবাদিক ঐক্য পরিষদের সাহসী হাতে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি যেন পরিবেশের অন্ধকারকে ছিন্নভিন্ন করে ছড়িয়েছে জীবনের অমর আলো। রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে তিনটায় সভাপতির উদ্যোগে বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন এতিমখানা, বেনাপোল তালসারি মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফল, ঔষধি ও ফুলের গাছ রোপণ যেন এক অদম্য নদীর মতো বয়ে গেছে, যা শার্শার মাটিতে জাগিয়েছে পরিবেশ রক্ষার সেই উষ্ণ আশা।
ঐক্য পরিষদের সভাপতি ও বেনাপোল সময় টেলিভিশনের রিপোর্টার আজিজুল হকের কণ্ঠে ফুটে উঠেছে সেই অটুট প্রতিজ্ঞা, “সাংবাদিকতার পাশাপাশি নিরাপদ সড়ক, মাদকমুক্ত সমাজ, মেধাবী শিক্ষার্থীদের সম্মানের পাশে এবার বৃক্ষরোপণ—যেন এই সবুজ হাত বাড়িয়ে সমাজকে আলোকিত করি।” সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীর কথায় মিশে গেছে জীবনের সুর, “গাছ আমাদের অক্সিজেন, পরিবেশ বাঁচায়—বৃক্ষরোপণে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি, পরিবেশ সুরক্ষিত রাখি।” সহ-সভাপতি আনিসুর রহমানের দৃষ্টিতে ঝলকাচ্ছে সড়কের সবুজতা, “সড়কের মাটি ক্ষয় রোধ, পরিবেশ সুরক্ষিত—ঐক্য থাকলে সব সম্ভব।”
উপদেষ্টা ইনামুল হক ও আব্দুল গফ্ফার ছন্দের কথায় উঠে আসে পরিবেশের গান, “বৃক্ষরোপণে সড়কের মাটি বাঁচবে, অঞ্চলের পরিবেশ সুরক্ষিত থাকবে।” এই কর্মসূচিতে সকল সাংবাদিকের উপস্থিতি যেন এক অটুট ঐক্যের প্রতীক, যা শার্শার মাটিতে জাগিয়েছে সবুজের সেই অমর স্বপ্ন। এই উদ্যোগ যেন শুধু গাছের রোপণ নয়, বরং সমাজের হৃদয়ে জাগিয়েছে পরিবেশ রক্ষার সেই গভীর অনুভূতি—যেন বৃক্ষের এই সবুজ হাত আমাদের সকলকে নিয়ে যাবে এক উজ্জ্বল, সবুজ ভবিষ্যতের দিকে, গর্বিত এবং অমর।

