logo
ads

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

কালীগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পি.এম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বর্তমান বাংলা

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে র‌্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহযোগিতায় সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে অগ্নিনির্বাপণ মহড়ায় পরিণত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের দীর্ঘদিনের অভিজ্ঞতা, স্থানীয় জ্ঞান ও প্রস্তুতিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ