logo
ads

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাটিরাঙ্গা প্রতিনিধি

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫০ পি.এম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বর্তমান বাংলা

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে র‌্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল

ইউএনও মাহমুদুল হাসান বলেন, “দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ালে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। পাহাড় কেটে বা পাদদেশে বসতঘর নির্মাণ না করাই নিরাপদ জীবনযাপনের পূর্বশর্ত।”

এর আগে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান দীপু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশরাফ উদ্দিন, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আজগর হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ