logo
ads

মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মনোহরগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পি.এম
মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বর্তমান বাংলা

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু ইউসুফ, মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাসুম, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

আলোচনা সভার আগে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ