দিনাজপুরের কাহারোলে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, এনজিও ওয়ার্ল্ড ভিশন ও পল্লীশ্রীর সহযোগিতায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা সদরের রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালেব হোসেন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা, উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রেজাউল করিম, এবং রামচন্দ্রপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ বাবু।
আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

